কারাগারে নিখোঁজ আসামিকে খুঁজে পেয়েছে কর্তৃপক্ষ, ঘটনা তদন্তে কমিটি

 

গাইবান্ধা জেলা

গাইবান্ধা জেলা কারাগার থেকে নিখোঁজ মাদক মামলার আসামি বকুল হোসেনকে ১২ ঘণ্টা পর খুঁজে পেয়েছে কারা কর্তৃপক্ষ। রবিবার (২৬ মে) ভোর ৬টার দিকে কারাগারের ভেতরে রান্নাঘরের পেছনের সবজি বাগানে তাকে খুঁজে পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার মো. মাহাবুবুল আলম। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক আবদুল মতিন।

জেল সুপার বলেন, ‘বকুল শুক্রবার বিকাল থেকে কারা পুলিশসহ কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে ভেতরেই অবস্থান করছিল। সে কখনও গাছে, কখনও রান্নাঘর, আবার কখনও সবজির বাগানে লুকিয়ে ছিল বলে স্বীকার করেছে। এ কারণে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভোরে সব সেল, স্বাস্থ্যকেন্দ্র, টয়লেট, গোসলখানা, রান্নাঘরসহ পুরো কারাগারে খোঁজাখুঁজি শুরু করে কারা পুলিশসহ সংশ্লিষ্টরা। একপর্যায়ে ভোর ৬টার দিকে রান্নাঘরের পেছনের একটি সবজির বাগানে বকুলকে দেখতে পাওয়া যায়। সেখানে থেকে কারা পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলেন।’

এদিকে, বকুলের পালিয়ে থাকার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক আবদুল মতিন। এ বিষয়ে তিনি বলেন, ‘ঘটনাটি তদন্ত করতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহারকে প্রধান করে তিন সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, জেলার বি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ময়নুল হক ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. শাহীদুল ইসলাম। তদন্ত কমিটিকে জেল কোডের বিধান অনুযায়ী ঘটনার তদন্ত সম্পন্ন করে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।’

বকুলের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে। তার বাবার নাম আহাম্মদ আলী। গোবিন্দগঞ্জ থানায় দায়ের হওয়া মাদক মামলায় গ্রেফতার হয়ে এক মাস ধরে জেলা কারাগারে আছে বকুল। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।


আরও পড়ুন...
গাইবান্ধায় কারাগার থেকে আসামি নিখোঁজ