হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২ টাকা

হিলি স্থলবন্দর

দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে দুই টাকা বেড়েছে। দুই দিন আগে কেজিপ্রতি পেঁয়াজ প্রকারভেদে ১২-১৩ টাকা দরে বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ১৩-১৪ টাকায়।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ হারুন ও মোবারক হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, পেঁয়াজ রফতানিতে ভারত সরকার সেদেশের রফতানিকারকদের যে ইনসেনটিভ (প্রণোদনা) দিতো তা গত মঙ্গলবার থেকে প্রত্যাহার করেছে। এর প্রভাব পেঁয়াজের দামের ওপরে পড়েছে। এতে ভারত থেকে কিছুটা বাড়তি দামে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে।

তারা আরও জানান, ঈদুল ফিতর উপলক্ষে হিলিসহ দেশের বিভিন্ন বন্দর দিয়ে টানা ৭-১০ দিন আমদানি-রফতানি বন্ধ ছিল। এতে ওই সময় দেশের বাজারে চাহিদার তুলনায় পেঁয়াজের সরবরাহ কমে যায়। ঈদের বন্ধের পর আমদানি-রফতানি শুরু হলেও চাহিদা বেশি থাকায় পেঁয়াজের দাম বাড়ছে।