হিলিতে ফেনসিডিলসহ দম্পতি আটক

ফেনসিডিলসহ আটক স্বামী-স্ত্রী

দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে হিলির দক্ষিণ বাসুদেবপুর মহিলা কলেজপাড়া থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন এ কথা জানান।

আটক ব্যক্তিরা হলো, হিলির দক্ষিণ বাসুদেবপুর মহিলা কলেজপাড়ার রহিদুল ইসলামের ছেলে রকি ইসলাম (২০) ও তার স্ত্রী নাজমা বেগম ওরফে বুড়ি (২৫)।

মাটির নিচে লুকিয়ে রাখা ফেনসিডিল উদ্ধার করা হচ্ছে

ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে তারা ভারত থেকে ফেনসিডিল এনে নিজ বাড়িতে মজুত করছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টহল দল সোমবার রাত সাড়ে ৯টার দিকে হিলির দক্ষিণ বাসুদেবপুরের মহিলা কলেজপাড়ার নাজমা বেগমের বাড়িতে অভিযান চালায়। এ সময় টয়লেটের ভেতর থেকে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে নাজমা বেগম ও তার স্বামী রকিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।