তিন মামলায় রইছসহ বিএনপির চার নেতার জামিন নামঞ্জুর

আদালতে রইছসহ বিএনপির চার নেতা (ছবি– প্রতিনিধি)

নাশকতাসহ তিন মামলায় রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইছ আহাম্মেদসহ চারজনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এ আদেশ দেন। পরে চার আসামিকে কারাগারে পাঠানো হয়।

রইছ আহাম্মেদ ছাড়া বাকি তিনজন হলেন– কারমাইকেল কলেজ ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম, মহানগর বিএনপির সম্পাদক সুমন ও বিএনপি নেতা আপেল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল মালেক জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত চার আসামি আজ (বুধবার) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু শুনানি শেষে বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একই কথা জানান আসামিপক্ষের আইনজীবী আফতাব হোসেন। তিনি বলেন, আমার মক্কেলরা স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজুর অভিযোগ, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে সরকার তাদের কারাগারে পাঠাচ্ছে।