রৌমারীতে প্রথমবারের মতো চার দিনব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালা

চলছে নিত্য প্রশিক্ষণ কর্মশালাকুড়িগ্রামের সীমান্তবর্তী দুর্গম উপজেলা রৌমারীতে প্রথমবারের মতো শুরু হয়েছে চার দিনব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালা। উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সোমবার (৮ জুলাই) সকালে উপজেলা প্রশাসন হল রুমে এ কর্মশালা শুরু হয়।

বিশিষ্ট নৃত্য শিক্ষক মো. আজাদ রহমানের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রায় ৫০ জন শিক্ষার্থী কর্মশালায় অংশ নিচ্ছে।

নৃত্য প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়রৌমারী উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপঙ্কর রায় বলেন, ‘সুস্থ সংস্কৃতির চর্চা ও আন্দোলনকে প্রত্যন্ত অঞ্চলের সংস্কৃতিকর্মীদের মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন। রৌমারী একটি দুর্গম চরাঞ্চল। উপজেলাটিকে মাদক ও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে এ ধরনের চর্চা প্রভাবক হিসেবে কাজ করবে বলে আমরা মনে করি।’

নৃত্য কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—রৌমারী উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, রৌমারী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আঞ্জুমান আরা বেগমসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।