দুর্যোগ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান

পানি সম্পদ বিভাগের সচিবের সঙ্গে মতবিনিময় সভাপানি সম্পদ বিভাগের সচিব কবীর বিন আনোয়ার বলেছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রয়াসে যেকোনও দুর্যোগ মোকাবিলা সম্ভব। ক্ষতিগ্রস্ত  বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ড কর্মীদের পাশে সবাইকে দাঁড়াতে হবে।

সোমবার (১৫ জুলাই) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পানি সম্পদ ব্যবস্থা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, প্রতি বছরেই বন্যা হয়, কিন্তু এবার আগাম বন্যা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে। উজানের পানির ঢলে বন্যা পরিস্থিতির  আরও অবনতি ঘটবে। মানুষকে এই দুর্যোগ থেকে রক্ষা ও তাদের সহায্যে-সহযোগিতায় স্থানীয় পর্যায়ের সব পেশা,শ্রেণির মানুষকে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে।

এর আগে, সচিব কুড়িগ্রামের চিলমারী থেকে ফুলছড়ির কাতলামারী এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন এবং দুর্গত এলাকার লোকজনের মাঝে ত্রাণ বিতরণ করেন। পরে বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অংশ নেন।