দেশের উন্নয়ন এখন আর স্বপ্ন নয়, বাস্তব: হুইপ ইকবালুর রহিম




জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, দেশের উন্নয়ন এখন আর স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, মসজিদ-মন্দির ও ধর্মীয় উপাসনালয় সস ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ শুরু হয়েছে। যেখানে প্রায় ৪০ থেকে ৫০ হাজার বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।

সোমবার (২২ জুলাই) সকালে দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দিনাজপুর সদর উপজেলা এখন বাংলাদেশের উন্নয়নের রোল মডেল। অতীতে দিনাজপুরে এ ধরনের উন্নয়ন কোনও সরকারের আমল হয়নি। এছাড়াও গত ১০ বছরে দিনাজপুর সদরে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে।

অনুষ্ঠানে ৯নং আস্করপুর ইউনিয়নের খানপুর বাজার দাখিল মাদ্রাসায় ৫ কোটি ৭৫ লাখ টাকা ব্যায়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর, ১০নং কমলপুর ইউনিয়নে ৭০ লাখ টাকা ব্যয়ে কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন ও প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে দক্ষিণ কোতোয়ালি কলেজের চুতর্থ তলার আইসিটি নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল করিম, উপজেলা প্রকৌশলী ফারুক হাসান, শিক্ষা প্রকৌশলী বিভাগের উপ সহকারী প্রকৌশলী আব্দুল আউয়াল, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, দক্ষিণ কোতোয়ালি কলেজের অধ্যক্ষ শমসের আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমুখ।