ডোমারে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ





ঢেউটিন ও নগদ টাকা দেওয়া হচ্ছেনীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারের মাঝে ৩৬ বান্ডিল ঢেউটিন ও নগদ এক লাখ আট হাজার টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে ত্রাণ ও দুর্যোগ অধিদফতর থেকে পাওয়া এ ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা, উপজেলা ত্রাণ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মোহাইমিনুল ইসলাম, হরিণচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রমুখ।
ত্রাণ হিসেবে প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ ছয় হাজার করে টাকা দেওয়া হয়। পাশাপাশি উপজেলার অমিত কুমার দাস নয়ন প্রত্যেক পরিবারকে ব্যক্তিগতভাবে এক হাজার করে ১৮ হাজার টাকা এবং হরিণচড়া ইউনিয়নের সমাজসেবক রাসেল রানা প্রতি পরিবারকে ৫শ’ টাকা করে দেন।
উল্লেখ্য, গত রবিবার (৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হরিণচড়া ইউনিয়নের চাকধাপাড়া গ্রামের ১৮টি পরিবারের ৫৬টি ঘর আগুনে পুড়ে যায়। এতে ক্ষতির পরিমাণ ধরা হয় পায় ৭৫ লাখ টাকা।