আশুরার ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

পণ্য নিয়ে বাংলাদেশে ঢুকছে একটি ভারতীয় ট্রাক

পবিত্র আশুরা উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি ও রফতানি শুরু হয়েছে। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহরাব হোসেন জানান, পবিত্র আশুরা উপলক্ষে  মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সরকারি ছুটি থাকায় কাস্টমসের সব কার্যক্রম বন্ধ ছিল। এ কারণে এই স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ ছিল। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্যদিয়ে বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। সেই সঙ্গে বন্দরের ভেতরে ভারতীয় ট্রাক হতে পণ্য খালাস, বাংলাদেশি ট্রাকে পণ্য ভর্তি, পণ্য ডেলিভারি আমদানি করা পণ্যের পরীক্ষণ ও শুল্কায়নসহ বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম শুরু হয়েছে।