ফুলবাড়ীতে দুই পলিথিন কারখানা সিলগালা

সিলগালা করা একটি কারখানাদিনাজপুরের ফুলবাড়ীতে দুইটি পলিথিন কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টায় এই অভিযান চালানো হয়। ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ এই আদালত পরিচালনা করেন।

র‌্যাব-১৩ দিনাজপুর কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেন জানান, পৌর শহরের সুজাপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের পাশে করতোয়া কুরিয়ার সার্ভিসের ফুলবাড়ী শাখার এজেন্ট আনিছুর রহমানের বাড়িতে ও ঢাকামোড় দুলাল মার্কেটে অভিযান চালিয়ে কারখানা দুটির সন্ধান পাওয়া গেছে।  

ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুটি কারখানা থেকে ৪ হাজার ৫শ কেজি পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল (পিপিদানা) জব্দ করা হয়। কারখানা দুটি সিলগালা করে দেওয়া হয়। আনিছুর রহমানকে ৮০ হাজার ও দুলাল মার্কেটের কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’