মাদকসহ আটক হলেই বাড়িতে টানানো হচ্ছে সাইনবোর্ড

ইয়াবা ব্যবসায়ীর বাড়িতে লেখা সাইনবোর্ডমাদকসহ কেউ আটক হলেই তার বাড়িতে লালকালিতে বড় করে লেখা হচ্ছে ‘ইয়াবা বা মাদক ব্যবসায়ীর বাড়ি’। রবিবার (২২ সেপ্টেম্বর) হিলি সীমান্তের রায়ভাগ এলাকায় আটক মাদক ব্যবসায়ী আবুল কালামের বাড়িতে লাল কালিতে লিকে দেওয়া হয়েছে ‘ইয়াবা ব্যবসায়ীর বাড়ি’। দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে মাদকপাচার, ব্যবসা বন্ধে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের এ কর্মকাণ্ডকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। 

বিজিবির হিলির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছের বাংলা ট্রিবিউনকে বলেন,  সীমান্তের সাতকুড়ির এলাকায় রবিবার আবুল কালামের কোমরে তল্লাশির সময় ২০০ পিস ইয়াবার একটি টোপলা পাওয়া যায়। এসময় সে বিজিবি সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে দৌড় দিয়ে পালিয়ে যায়। এর আগেও তাকে ও তার স্ত্রীকে মাদকসহ আটক করা হয়েছিল। এজন্য তাদের বিরুদ্ধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে তার বাড়িতে লাল কালিতে বড় করে মাদক ব্যবসায়ীর বাড়ি লিখে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে তাদের ঘৃণা করে এবং মাদক ব্যবসার পরিণতি এমন হবে সে বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রায়ভাগ গ্রামের বাসিন্দা দুলাল হোসেন ও আজিজুল হক বলেন, বিজিবির এ উদ্যোগ খুব ভালো। এতে এলাকায় আর যারা মাদক ব্যবসায়ী রয়েছে তারা অন্তত ছেলে মেয়েদের জন্য চক্ষু লজ্জার কারণে হলেও এ কাজ করবে না।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিছুল হক জানান, সীমান্ত দিয়ে মাদক পাচার, ব্যবসা বন্ধে ও মাদক নির্মূলে বিজিবি নানা কর্মসূচি পালন করে আসছে। এরপরও এগুলো থামছে না। এ উদ্যোগের মূল লক্ষ্য জনসচেতনতা সৃষ্টি করা। চিহ্নিত মাদক ব্যবসায়ী ও পরিবহনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে এধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির পক্ষ থেকে এই কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।