লালমনিরহাটে বিচারকের ল্যাপটপ উদ্ধার, গ্রেফতার ২

গ্রেফতার দুই জনলালমনিরহাটের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ সাব্বির ফয়েজের ব্যবহৃত সরকারি ল্যাপটপ ও মানিব্যাগ চুরির ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দুই আসামি ও উদ্ধার মালামাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।            

২৪ সেপ্টেম্বর লালমনিরহাট সদর থানায় ৪৫৭/৩৮০ দণ্ডবিধিতে মামলা (নম্বর ৬৬) দায়ের করেন জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত নাজির নুরুজ্জামান মিয়া।         

গ্রেফতার সাকিব ইসলাম শিহাব (২২)লালমনিরহাট পৌরশহরের খোর্দ্দসাপটানা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে ও শাহাদাত হোসেন সম্রাট (২১)শহীদ সাহাজান কলোনী এলাকার মৃত মোসলেম শেখের ছেলে।

লালমনিরহাট ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুল ইসলাম বলেন, ‘এইচপি মডেলের একটি সরকারি ল্যাপটপ, মানিব্যাগে থাকা অতিরিক্ত জেলা ও দায়রা জজের নিজের জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড, আমেরিকান এক্সপ্রেস ক্রেডিক কার্ড, মীনাবাজার, আগোরা ইউনিমার্ট প্রিভিলেজ কার্ড, এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও নগদ ৬ হাজার টাকা চুরি হয়। মামলার পরপরই ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের টিম যৌথভাবে অপারেশন চালিয়ে সম্রাটকে শহীদ সাহজান কলোনী ও শিহাবকে পুরাতন ট্রাক স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যমতে রংপুরের একটি ছাত্রাবাস থেকে চুরি হওয়া মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।’             

লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত সূত্র ও মামলার এজাহার থেকে জানা গেছে, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে খোর্দ্দ সাপটানা মৌজার জেলা পরিষদ ডাকবাংলোর দ্বিতীয় তলার রুম থেকে এগুলো চুরি হয়।’

মামলার তদন্তকারী এসআই নুর আলম বলেন, ‘২৪ সেপ্টেম্বর লালমনিরহাট সদর থানায় জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত নাজির নুরুজ্জামান মিয়া বাদী হয়ে চুরি হওয়া মালামালের বিবরণসহ একটি মামলা দায়ের করেন।’

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, ‘চোর শাহাদত হোসেন সম্রাট ও সাকিব ইসলাম শিহাবকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।’