সৈয়দপুর থানার ওসি শাহাজাহান পাশা জানান, বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল ৫টার দিকে সৈয়দপুর রেলওয়ে মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ওসি জানান, ওই মাঠ সংলগ্ন মাইক্রো স্ট্যান্ড এর কয়েকজন মাইক্রো চালক মাঠের উত্তরপ্রান্তে রেলওয়ে ক্রীড়া সংস্থার অফিসের পেছনে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহের পাশ থেকে একটি ব্যাগে এসিডের জারকিন ও একটি স্টিলের গ্লাস পায়।
পুলিশ জানায়, প্রাথমিক সুরতহাল তদন্তে দেখা গেছে কামরান এসিড পানে আত্মহত্যা করেছে। কিন্তু কী কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। এবিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।