প্রতিমন্ত্রীর বাসায় দায়িত্বরত পু‌লিশ সদস্যকে মারধরের অভিযোগ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

অভিযুক্ত ছাত্রলীগ কর্মী জুয়েল

কুড়িগ্রামের রৌমারীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বাসায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য আবু সায়েমকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মী নাজমুল হাসান জুয়েলের বিরুদ্ধে। র‌বিবার (৬ অ‌ক্টোবর) বিকালে  প্র‌তিমন্ত্রীর বাসায় দুস্থ হিন্দু পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও কাপড় বিতরণের সময় এ ঘটনা ঘ‌টে।

রৌমারী থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম এ তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, প্র‌তিমন্ত্রীর বাসায় ত্রাণসামগ্রী বিতরণকা‌লে হট্টগোলের সৃষ্টি হলে জুয়েলের সঙ্গে দা‌য়িত্বরত পুলিশ সদস্য আবু সা‌য়েমের ধাক্কাধা‌ক্কির ঘটনা ঘ‌টে। একপর্যায়ে জুয়েল পু‌লিশ সদ‌স্যের শার্টের কলার ধরে কিলঘুষি ও লাথি মেরে তাকে আহত করে। এরপর প্রতিমন্ত্রী ছাত্রলীগের ওই কর্মীকে চড় থাপ্পড় মেরে ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন এবং জুয়েলকে দিয়ে ক্ষমা চাওয়ান। ত‌বে ওই পু‌লিশ সদস্য বিষয়‌টি রৌমারী থানার ও‌সিকে অব‌হিত ক‌রেন।

‌বিষয়‌টি জানতে পু‌লিশ সদস্য আবু সায়েমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। এছাড়া প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

রৌমারী থানার ও‌সি জানান, বিষয়‌টি দুঃখজনক। হ‌ট্ট‌গো‌লের সময়  ভুল বোঝাবু‌ঝির কার‌ণে এমন ঘটনা ঘ‌টে‌ছে। ঘটনার পরপরই মন্ত্রী মহোদয় অ‌ভিযুক্ত জু‌য়েল‌কে শাসন ক‌রে‌ছেন এবং পু‌লিশ সদস্য সায়েমের সঙ্গে তাৎক্ষ‌ণিক বিষয়‌টি মীমাংসা ক‌রে দি‌য়ে‌ছেন।