ভারতে আটকে আছে পাঁচশ টন পেঁয়াজ

পেঁয়াজ (ফাইল ছবি)২৯ সেপ্টেম্বরের আগে খোলা এলসির ৫শ টন পেঁয়াজ ভারতে এখনও আটকে আছে বলে হিলির আমদানিকারকরা জানিয়েছেন। এছাড়া ২৯ সেপ্টেম্বর খোলা এলসির আরও সাড়ে ৩ হাজার টন পেঁয়াজের বিষয়েও কোনও সিদ্ধান্ত পাওয়া যায়নি।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক বাবলুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারতের অভ্যন্তরে পেঁয়াজের সংকট ও মূল্য  বাড়ার কারণে ২৯ সেপ্টেম্বর বিকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত সরকার। এতে দেড় হাজার টন পেঁয়াজ আটকে পড়ে। এ নিয়ে কয়েক দফা বৈঠকের পর পুরনো এলসির ১ হাজার টন পেঁয়াজ ৪ অক্টোবর দেশে আসে। বাকি ৫শ টন পেঁয়াজ এখনও আটকে আছে।’

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন ও শহীদ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারত সরকার ২৯ সেপ্টেম্বর বিকালে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেয়। সেদিনই প্রায় সাড়ে ৩ হাজার টনের মতো পেঁয়াজের এলসি খোলা হয়। ভারতীয় রফতানিকারকরা জানিয়েছেন, সেই সাড়ে ৩ হাজার টন পেঁয়াজের এলসির বিষয় নিয়ে ভারতের আদালতে মামলা হয়েছে। মামলার রায়ের পর এ বিষয়ে চূড়ান্ত সিন্ধান্ত জানা যাবে।’

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে ১২ অক্টোবর থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হলেও এখন পর্যন্ত তারা কোনও পেঁয়াজ রফতানি করেনি।’
পেঁয়াজের আরও খবর...

টেকনাফ স্থলবন্দর দিয়ে এলো ৩৭০ মেট্রিক টন পেঁয়াজ