কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থায় নিয়ে এসেছে সরকার: নূরুল ইসলাম

বক্তব্য রাখছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম (ছবি– প্রতিনিধি)

বিএনপি-জামায়াত জোট সরকার উচ্চমূল্যেও কৃষকদের সার দিতে পারেনি বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম। তিনি বলেছেন, ‘বর্তমান সরকারের আমলে সারের কোনও অভাব হয়নি। কৃষিতে ভর্তুকি, কমমূল্যে বীজ, সার ও কৃষি সরঞ্জামাদি সরবরাহ করে কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থায় নিয়ে এসেছে বর্তমান সরকার। ফলে অধিক ফলনের মাধ্যমে খাদ্যঘাটতি পূরণ হয়েছে।’

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর এলাকার কালীস্থান গ্রামে জৈব কৃষি ও জৈবিক বালাইনাশক ব্যবস্থাপনা বিষয়ক মাঠ দিবসে কৃষক-কৃষাণী সমাবেশে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বলেন, ‘জৈব সারের ব্যবহার বৃদ্ধি ও প্রাকৃতিক বালাইনাশকের মাধ্যমে পরিবেশবান্ধব নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের এগিয়ে আসতে হবে। জমি কমছে, মানুষ বাড়ছে। স্বল্প জমিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জমির উর্বরতা শক্তি বৃদ্ধির মাধ্যমে খাদ্য উৎপাদন আরও বাড়াতে হবে।’

কৃষিসহ দেশের সব পর্যায়ে ব্যাপক উন্নয়ন হয়েছে দাবি করে তিনি আরও বলেন, ‘পরিত্যক্ত  রেলকে আধুনিকায়নের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ যোগাযোগে আমূল পরিবর্তন আনা হয়েছে। ইতোমধ্যেই কয়েকটি জেলা থেকে ঢাকার সঙ্গে আন্তঃনগর ট্রেন চলাচল চালু করে যোগাযোগ ব্যবস্থা সহজতর করা হয়েছে।’

দেবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত মাঠ দিসবে উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান সভাপতিত্ব করেন। সমাবেশে অন্যের মধ্যে পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবু হানিফ, আওয়ামী লীগ নেতা আসম নুরুজ্জামান, হাসনাৎজ্জামান চৌধুরী জর্জ, কৃষকলীগ নেতা গোলাম রহমান সরকার, জাকিরুল ইসলাম সুইডেন প্রমুখ বক্তব্য রাখেন।