দু’দিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম কমেছে ৮-১০ টাকা

হিলির পেঁয়াজের বাজার দু’দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৮-১০ টাকা। ভারতীয় পেঁয়াজ দু’দিন আগে ৮০-৮৫ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৭২-৭৫ টাকায়।  দেশীয় জাতের পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৯০ টাকায়।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রাশেদুল ইসলাম ও বাংলাহিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মনির হোসেন বলেন, ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ায় গত ২০ দিন ধরে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এছাড়া আগে খোলা এলসির বিপরীতে রফতানি করা পেঁয়াজের মজুত শেষ হয়ে যাওয়ায় হিলিতে পেঁয়াজের দাম বাড়তে থাকে। পাইকারিতে প্রতিকেজি পেঁয়াজ ৭৫-৮০ টাকা কেজি দরে বিক্রি হয়। যার কারণে খুচরা বাজারে বিক্রি হচ্ছিল ৮০-৮৫ টাকা কেজি দরে। বর্তমানে মিয়ানমারসহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি হওয়ায় এবং পুরনো এলসির বিপরীতে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে পেঁয়াজ আমদানি হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ কিছুটা বেড়েছে। ফলে দাম কমতে শুরু করেছে।