আজিজুল হক বীরপ্রতীক সিসিইউতে





আজিজুল হক বীরপ্রতীকমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আজিজুল হক (বীরপ্রতীক) অসুস্থ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে লালমনিরহাট শহরের রামকৃষ্ণ মিশন মোড়ের বাসায় হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তিনি মেডিক্যালের সিসিইউ’র ৮ নম্বর কেবিনে চিকিৎসা নিচ্ছেন। আজিজুল হকের ছেলে ফয়সাল হক অনিক এসব তথ্য জানান।

হাসপাতালে ৭৯ বছর বয়সী এই মুক্তিযোদ্ধার পাশে আছেন তার স্ত্রী ফরিদা হক ও একমাত্র মেয়ে আরবি হক অজন্তা ও একমাত্র ছেলে অনিকসহ স্বজনরা।
ছেলে অনিক চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, ‘আব্বা এখন আশঙ্কামুক্ত।’ বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি।
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর ও পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, ‘আমরা সব সময় খবর নিচ্ছি। আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন।’
আজিজুল হক বীরপ্রতীক ইপিআরের চাকরি ছেড়ে দিয়ে ৮ নম্বর সেক্টরে যুদ্ধ করেন। এই সেক্টরের সাব-সেক্টরের কোম্পানি কমান্ডার হিসেবে কুড়িগ্রামের জয়মনিরহাট, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, পাটেশ্বরী, রায়গঞ্জ ও সন্তোষপুর এলাকার দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য স্বাধীনতার পর তাকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করা হয়।