এমপির গাড়ি ফিরিয়ে দিলেন ফিলিং স্টেশন শ্রমিকরা

এমপির গাড়ি

ঠাকুরগাঁওয়ে এমপিকে বহনকারী গাড়িতেও জ্বালানি (ডিজেল) দেননি ধর্মঘটরত ফুয়েল স্টেশন শ্রমিকরা। রবিবার সকাল ১০টার দিকে শহরের চৌধুরী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও সফর শেষে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন। তাকে বহনকারী দুটি গাড়ি শহরের চৌধুরী ফিলিং ষ্টেশনে জ্বালানি নেওয়ার জন্য গেলে সেখানে কর্মরত শ্রমিকরা জ্বালানি সরবরাহ না করেই গাড়ি দুটি ফিরিয়ে দেন। এ সময় গাড়িতেই বসা ছিলেন এমপি রমেশ চন্দ্র্র সেন।

পাম্পে কর্মরত শ্রমিক অটল রায় জানান, আমাদের মালিকের নির্দেশে আমরা সব ধরণের জ্বালানি সরবরাহ বন্ধ রেখেছি। কতদিন বন্ধ থাকবে তা জানি না।

এ ব্যাপারে বাংলাদেশ পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ঠাকুরগাঁও জেলা সভাপতি এনামুল হক বলেন, ‘আমরা এর আগেও সরকারের কাছে আমাদের বিভিন্ন দাবি জানিয়েছি কিন্তু সরকার শুধু আশ্বাস দিয়েছে, বাস্তবায়ন করেনি। এবার ১৫ দফা দাবি না মানা পর্যন্ত আমাদের অনির্দিষ্টিকালের ধর্মঘট কর্মসূচি চলবে।

এদিকে আগাম কোনও প্রকার প্রচার প্রচারণা ছাড়াই পাম্প ধর্মঘট শুরু হওয়ায় ব্যাপক ভোগান্তিতে পড়েছে জ্বালানি ব্যবহারকারী মানুষ। চারিদিকে চলছে হাহাকার, রাস্তায় মোটরবাইক কমে গেছে, অনেক যানবাহনই তেলের অভাবে রাস্তায় নামতে পারেনি।