আজ হিলি ট্রেন দুর্ঘটনা দিবস

হিলি১৩ জানুয়ারি, দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটে। আজ থেকে প্রায় ২৫ বছর আগে ১৯৯৫ সালের এই দিনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়ে। তবে সরকারি হিসাবে ২৭ জনকে নিহত ধরা হয়। সেই দুর্ঘটনার পরের দিনই ঘটনাস্থলে আসেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি দিনটিকে ট্রেন দুর্ঘটনা দিবস হিসেবে ঘোষণা দেন।

প্রত্যক্ষদর্শী ও হিলি রেল স্টেশন কার্যালয় সূত্রে জানা গেছে, রাত সোয়া ৯টায় ক্রসিংয়ের জন্য স্টেশনের এক নম্বর লাইনে দাঁড়িয়েছিল গোয়ালন্দ থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৫১১ নং লোকাল ট্রেনটি। কিন্তু স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যানের অবহেলার কারণে একই লাইনে ঢুকে পড়ে সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭৪৮নং আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি। এতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুমড়ে-মুচড়ে যায় লোকাল ট্রেনটির ইঞ্জিনসহ পুরো তিনটি বগি।

সেদিনের ঘটনার স্বাক্ষী হিলি রেলওয়ে একতা ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি আমজাদ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, প্রতিবছরের ন্যায় এবারও ক্লাবের উদ্যোগে নিহতদের স্মরণে স্টেশন চত্বরে মিলাদ মাহফিল, কালো ব্যাজ ধারন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।