পানি মেরে নষ্ট করা হলো অবৈধ ভাটার ইট

পানি মেরে কাঁচা ইট নষ্ট করা হয়কুড়িগ্রামের উলিপুরে অননুমোদিত ইটভাটায় অভিযান চালিয়ে প্রস্তুতকৃত কাঁচা ইটে পানি মেরে নষ্ট করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এসব ভাটার মালিকদের প্রায় আড়াই লাখ টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, ধামশ্রেণি ইউনিয়নের এইচএমবি ইটভাটাসহ ধরনীবাড়ি ইউনিয়নের আরও দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে এইচএমবি ইটভাটা পরিবেশ অধিদফতরের ছাড়পত্র এবং ইট পোড়ানোর জন্য দেওয়া জেলা প্রশাসনের লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়। পরে ভাটাটির প্রস্তুতকৃত কাঁচা ইট পানি মেরে নষ্ট করে দেওয়া হয়। পাশাপাশি ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও অন্য দুটি ইটভাটায় আরও দেড় লাখ টাকাসহ মোট আড়াই লাখ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা বলেন, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ওই ইটভাটাগুলোতে ইট পোড়ানো হচ্ছিলো। আমরা আজ এখন পর্যন্ত তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছি। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।