ঠাকুরগাঁও সদরে ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁওঠাকুরগাঁও সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বেগুনবাড়ী ইউনিয়নের দানার হাট মাদ্রাসা ও ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা ঘোষণা করা হয়। দানারহাট ঈদগাহ ময়দানে একই সময়ে বিএনপি ও আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সমাবেশ ডাকায় সংঘর্ষ এড়াতে প্রশাসন এ আদেশ জারি করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন বলেন, ‘একইস্থানে আওয়ামী লীগ ও বিএনপি সভা আহ্বান করায় আইন-শৃঙ্খলার যাতে অবনতি না ঘটে, সেজন্য ওই এলাকায় দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

বেগুনবাড়ী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লাবু জানান, ২১ জানুয়ারি প্রশাসনের অনুমোদন নিয়ে তিনি দানারহাট আনছারীয়া ফাজিল মাদ্রাসায় কর্মী সমাবেশের আহ্বান করেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম আবুল কাশেম আজাদ জানান, বেগুনবাড়ী ইউনিয়ন বিএনপির কাউন্সিলের জন্য ১৬ জানুয়ারি জেলা পুলিশ সুপার বরাবর অবগতিমূলক প্রত্যয়নপত্র দেওয়া হয়। একইসময়ে একইস্থানে পাল্টা সমাবেশ ডেকে দলীয় চাপ প্রয়োগ করে প্রশাসনকে দিয়ে আয়োজিত কাউন্সিল ভন্ডুল করার অপচেষ্টা চালিয়েছে আওয়ামী লীগ।