এসএসসি পরীক্ষার জন্য বিকাল ৫টার পর মাইক ব্যবহার বন্ধের নির্দেশ

মাইকিংএসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রস্তুতি নির্বিঘ্ন করতে বিকাল ৫টার পর সব ধরনের মাইকিং, উচ্চস্বরে গান-বাজনা বা ধর্মীয় সভা না করার নির্দেশ দিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। নির্দেশ লঙ্ঘন করলে পুলিশ আইনের ৩৪ ধারা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) জেলা শহরে মাইকিং করে এ নির্দেশনা দেয় জেলা পুলিশ। এদিন থেকে এই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের সুবিধার্থে বিকাল ৫টার পর যেকোনও ধরনের প্রচারে শব্দযন্ত্র ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে। একইসঙ্গে পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে সব ধরনের শব্দযন্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া রাত ১০টার পর যেকোনও ধর্মীয় অনুষ্ঠানে শব্দযন্ত্রের মাত্রা সীমিত রাখার অনুরোধ জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেকোনও পারিবারিক কিংবা চিত্ত বিনোদনমূলক অনুষ্ঠানে শব্দযন্ত্রের ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

শব্দযন্ত্র ব্যবহার নিয়ন্ত্রণে পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে জেলাবাসী।

রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি নাহিদ হাসান নলেজ বলেন, ‘জেলা পুলিশের এ উদ্যোগ আমাদের জন্য পরম পাওয়া। তবে এ উদ্যোগ শুধু শহর কেন্দ্রিক সীমাবদ্ধ না রেখে জেলার প্রতিটি উপজেলায় কার্যকর করা উচিত।’

ঘাতক দালাল নির্মূল কমিটির কুড়িগ্রাম শাখার সাধারণ সম্পাদক দুলাল বোস বলেন, ‘এটা সময়োপযোগী উদ্যোগ। তবে এটা শুধু এসএসসি পরীক্ষার সময় নয়, সারাবছরই নিয়ন্ত্রণ করা প্রয়োজন।’

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান বলেন, ‘পরীক্ষার্থীদের প্রস্তুতি শান্তিপূর্ণ পরিবেশে করতে জেলা পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, অল্প কয়েকদিন পরেই এসএসসি পরীক্ষা। এই সময়ে পরীক্ষার্থীদের লেখাপড়ার স্বার্থে সন্ধ্যার পর সব ধরনের মাইকিং, উচ্চশব্দে গান-বাজনা বা ধর্মীয়সভা না করতে নির্দেশনা দিয়ে মাইকিং করা হয়েছে। এই আদেশ লঙ্ঘন করলে পুলিশ আইনের ৩৪ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘এই বিষয়ে কোনও অভিযোগ থাকলে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, পুলিশ সুপার অথবা ৯৯৯ এ কল করে জানানো যাবে।’