গরুবাহী নসিমন উল্টে এক ব্যবসায়ী নিহত, আহত ৪

পঞ্চগড় জেলার বোদায় সড়ক দুর্ঘটনায় হাফিজুল ইসলাম (৭০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন নসিমন চালকসহ আরও ৪ জন। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা ফিডমিল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

নিহত হাফিজুলের বাড়ি জেলার বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুখুরিয়া এলাকায়। সে ওই এলাকার আইন উদ্দিনের ছেলে।

এই ঘটনায় আহতরা হলেন, নসিমন চালক আনোয়ার হোসেন (৩০), গরু ব্যবসায়ী পসিরত (৪৫), সিরাজুল ইসলাম (৫৫) ও মকবুল হোসেন (৩৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, হাফিজুলসহ কয়েকজন গরু ব্যবসায়ী নসিমনে করে পাঁচটি গরু নিয়ে বোদা হাটে আসছিলেন। ফিডমিল এলাকায় আসলে বোদা থেকে একটি ট্রাক পঞ্চগড় যাচ্ছিল। ওই ট্রাকটিকে সাইড দিতে গিয়ে নসিমনটি উল্টে যায়। এসময় হাফিজুল ঘটনাস্থলেই নিহত হন।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জাহিদ হাসান হাফিজুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।