রংপুরে বিনামূল্যে করোনা পরীক্ষা শুরু

রংপুরে করোনা শনাক্তের সরঞ্জামঅবশেষে করোনাভাইরাস পরীক্ষার পিসিআর মেশিন চালু হয়েছে রংপুরে। এখন থেকে বিনামূল্যে পরীক্ষা করা হবে রোগীদের। ২৪ ঘণ্টার মধ্যে দেওয়া হবে রিপোর্ট। বৃহস্পতিবার (২ এপ্রিল) রংপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে এই ব্যবস্থা চালু করা হয়।

রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রংপুর বিভাগের ৮ জেলার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা শনাক্ত করা সম্ভব হবে। এই বিভাগের সকল জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে চিঠি দেওয়া হয়েছে করোনা আক্রান্ত সন্দেহ হলে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পাঠাতে বলা হয়েছে।’

এদিকে মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. মোস্তাফিজার রহমান রুপম বলেন, ‘দুই চিকিৎসক ও দুই টেকনেশিয়ানকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ২২৮টি কিট পাওয়া গেছে। প্রতিদিন একসঙ্গে ৯০ জনের পরীক্ষা করা যাবে।’

তিনি আরও বলেন, ‘একটি প্রতিবেদন দিতে ৫ ঘণ্টা সময় লাগবে। এখন থেকে রংপুর বিভাগের ৮ জেলার মানুষকে আর করোনা আতঙ্কে থাকতে হবে না। পরীক্ষার জন্য ঢাকায় যেতে হবে না।’