চোলাই মদ পানে স্বামী-স্ত্রীসহ ৬ জনের মৃত্যু

চোলাই মদ পানে মৃত্যু



দিনাজপুরের বিরামপুরের চোলাই মদ পানে স্বামী-স্ত্রীসহ ছয়জন মারা গেছে। এঘটনায় গুরুত্বর অসুস্থ তিন জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আব্দুল মান্নান নামের এক হোমিও ওষুধ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন। 

বুধবার (২৭ মে)  ভোররাতে বিরামপুর উপজেলার মাহমুদপুরে এই ঘটনাটি ঘটে। সকালে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।

মদ খেয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ

মৃতরা হলেন, বিরামপুর পৌর শহরের হঠাৎপাড়া মহল্লার শফিকুল ইসলাম (৪০) ও  তার স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৩২), শান্তিনগর গ্রামের আব্দুল মতিন (২৭), মাহমুদপুর গ্রামের মহসিন আলী (৩৮), আজিজুল ইসলাম (৩৩), ইসলামপাড়া গ্রামের অমৃত রায় (৩০)।
স্থানীয়রা জানান, বিরামপুর উপজেলার মাহমুদপুরে গভীর রাত পর্যন্ত চোলাই মদের আসরে বসেছিল তারা। সেখানেই চোলাই মদ খেয়ে অনেকেই গুরুত্বর অসুস্থ হয়। স্থানীয়রা গুরুত্বর অসুস্থ অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজনের মৃত্য হয়। রংপুরে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

থানায় স্থানীয়রা

পৌর শহরের হঠাৎ পাড়া মহল্লায় নিজ বাড়িতে চোলাই মদ খেয়ে অসুস্থ হয়ে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান শফিকুল ইসলাম ও তার স্ত্রী মঞ্জুয়ারা। 
 বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোলাইমান হোসেন মেহেদি বাংলা ট্রিবিউনকে জানান, মারা যাওয়া ব্যক্তিরা অ্যালকোহল জাতীয় পানীয় পান করে তারা মারা যান।