করোনা শনাক্ত হওয়ার একদিন পর আ. লীগ নেতার মৃত্যু

রওশন আলী


ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে আওয়ামী লীগ জেলা কমিটির অর্থ সম্পাদক ও চালকল মালিক সমিতির নেতা রওশন আলী (৬০) মারা গেছেন। এছাড়াও করোনায় আক্রান্ত  হয়েছেন তার স্ত্রী, ছেলে ও ছেলের স্ত্রী। 

সোমবার (১ জুন) নমুনা পরীক্ষার রিপোর্ট থেকে জানা যায় রওশন আলীসহ তার পরিবারের চার জন করোনা আক্রান্ত। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা ৭টার দিকে তার অবস্থার অবনতি হলে রংপুরে নেওয়ার পথে তিনি মারা যান।



জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, সোমবার তার পরিবারের চার জনের করোনা শনাক্ত হয়। এরপর বাড়িতে থেকেই তাকে চিকিৎসা চলছিল। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজে নেওয়ার পথে তিনি মারা যান। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হলো। আর আক্রান্তের সংখ্যা ১২২ জন। 
সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জানান, স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার রাতেই পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
রওশন আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি সাদেক কুরাইশী ও জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজু।