করোনায় আক্রান্ত নীলফামারীর পৌরমেয়র

দেওয়ান কামাল আহমেদ



নীলফামারীর পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ করোনায় আক্রান্ত হয়েছেন। তার গাড়িচালক রিপনও করোনা পজিটিভ। রবিবার (৫ জুলাই) রাতে নমুনা পরীক্ষার রির্পোট থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন এ তথ্য জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মেয়র নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন এবং সুস্থ আছেন। তার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করা হয়েছে। 
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার, একই পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর অহিদুল হক করোনা আক্রান্ত হন। তারাও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন ও সুস্থ আছেন।

সোমবার (৬ জুলাই) সকালে সিভিল সার্জন জানান , নীলফামারী জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ৪০৯ জন। এর মধ্যে সদরে রয়েছেন ১৩৯ জন, জলঢাকায় ৭৯ জন, ডিমলায় ৫২ জন, সৈয়দপুরে ৫৩ জন, ডোমারে ৪২ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ৩৪ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৯৩ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৭ জন।