সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিরামপুরে ঈদ উদযাপন

ঈদের জামাত



আগামীকাল শনিবার (১ আগস্ট) সারাদেশে ঈদুল আজহা পালিত হবে। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিরামপুরে দু’টি ইউনিয়নের কয়েকটি গ্রামে আজ শুক্রবার (৩১ জুলাাই) ঈদ পালিত হচ্ছে। 

শুক্রবার সকাল সাড়ে ৭টায় বিরামপুর উপজেলার খয়েরবাড়ি-মির্জাপুর গ্রামের জামে মসজিদে এবং ৭টা ২০ মিনিটে আয়ড়া বাজার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দুটি জামাতে ১৫টি গ্রামের প্রায় দুশ মানুষ ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদের পাশে পশু কোরবানি দেন মুসল্লিরা। এর আগে সকাল থেকেই দূর দুরান্তের গ্রামগুলো থেকে ভ্যান, বাইসাইকেল ও মোটরসাইকেলে করে একত্রিত হতে থাকেন। বিশৃঙ্খলা এড়াতে বিরামপুর থানা পুলিশের পক্ষ থেকেও করা হয় নিরাপত্তার ব্যবস্থা।

ইমাম দোলোয়ার হোসেন কাজি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সৌদি আরবের সঙ্গে আমাদের দেশের সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টা। এই তিন ঘণ্টার ব্যবধানে দিনের পরিবর্তন হয় না। তাই তাদের সঙ্গে মিল রেখে এই নামাজ আদায় করা। ১৯৯৭ সাল থেকে এভাবে নামাজ আদায়ের পরিকল্পনা থাকলেও ২০১৩ সাল থেকে আমরা এখানে ঈদ করে আসছি।’
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, বিরামপুরের দু’টি ইউনিয়নের কয়েকটি গ্রামে আগাম ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। সেই আগাম ঈদের জামাতে যেন কোনও ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।