নবাবগঞ্জে বিসিএস সুপারিশ প্রাপ্তদের পুলিশের ফুলেল শুভেচ্ছা

বাড়ি বাড়ি গিয়ে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন এএসপি মিথুন সরকারদিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ৩৮ তম বিসিএসে সুপারিশ প্রাপ্তদের বাড়ি বাড়ি গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিরামপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মিথুন সরকার।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে নবাবগঞ্জ উপজেলা থেকে বিসিএসএ শিক্ষা, প্রশাসন ও কৃষি ক্যাডারে সুপারিশ প্রাপ্ত চারজনের বাড়িতে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। বিরামপুর সার্কেল সূত্রে জানা যায়, ৩৮ তম বিসিএসএ নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুর গামের জাহিদ সুলতান লিখন এবং আন্দোলগ্রামের সাব্বির আহম্মেদ শিক্ষা ক্যাডারে, মহেশপুর গ্রামের মো. দুলাল হোসেন প্রশাসন এবং দারিয়া গ্রামের মো.দেলোয়ার হোসেন কৃষি ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।

বিরামপুর সার্কেলের এএসপি মিথুন সরকার বাংলা ট্রিবিউনকে জানান, বিসিএসএ সুপারিশ প্রাপ্ত সবার বাড়িই প্রত্যন্ত গ্রামে। তারা প্রত্যেকেই দেশের নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মেধা দিয়েই অ্যাকাডেমিক শিক্ষা জীবন শেষ করে বিসিএসএ সুপারিশ প্রাপ্ত হয়েছেন। এখন সুপারিশ প্রাপ্তদের সংশ্লিষ্ট থানা থেকে পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন যাবে। এক শ্রেণির দালাল স্বার্থ হাসিলের জন্য পুলিশ প্রতিবেদন নিয়ে এসব মেধাবীর মধ্যে আতঙ্ক ছড়ায়। পুলিশ প্রতিবেদন নিয়ে যেনও কোনও মেধাবীর মনে আতঙ্ক না থাকে সে জন্য বর্তমান আইজিপির নির্দেশনায় মেধাবীদের বাড়ি বাড়ি গিয়ে ফুলেল শুভেচ্ছা জাোনো হয়েছে। সেই সঙ্গে সরেজমিন ভেরিফিকেশন করাও হয়েছে।