হিলিতে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ৩০-৫০ টাকা

আমদানি করা কাঁচামরিচের ট্রাক



দিনাজপুরের হিলি স্থলবন্দরে প্রায় প্রতিদিনই কাঁচামরিচের দাম ওঠানামা করছে। একদিনের ব্যবধানে কাঁচামরিচের ঝাঁজ বাড়তে শুরু করেছে। আমদানিকৃত কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ৩০-৫০ টাকা। এখন বন্দরে ১০০-১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মরিচ। 

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন জানান, অতিবৃষ্টি ও বন্যার কারণে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হওয়ায় দাম ঊর্ধ্বমুখী হওয়ায় দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নাগালের মধ্যে রাখতে বেশ কিছু দিন ধরেই বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। তবে ভারতের যেসব অঞ্চলে কাঁচামরিচের উৎপাদন সেসব অঞ্চলে বৃষ্টি ও বন্যার কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে সেদেশের বাজারেই কাঁচামরিচের সরবরাহ যেমন কমেছে তেমনি দামও বেড়েছে। এছাড়াও আগে বন্দর দিয়ে ১৫-২০ ট্রাক কাঁচামরিচ আমদানি হলেও বর্তমানে তা কমে ১০-১৫ ট্রাকে দাঁড়িয়েছে। যার কারণে দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কমায় কাঁচামরিচের দাম বাড়ছে।