হিলিতে কাঁচা মরিচের দাম বেড়েছে

11কয়েকদিন দাম কমতির দিকে থাকার পরে আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত কাঁচা মরিচের দাম বাড়তে শুরু করেছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বন্দরে আমদানিকৃত কাঁচামরিচের দাম কেজিতে ২০টাকা করে বেড়েছে। গত ২৯ সেপ্টেম্বর বন্দরে প্রতি কেজি কাঁচামরিচ ৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও ৩০ সেপ্টেম্বর তা বেড়ে ১শ ১০ টাকা থেকে ১শ ২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ কমায় দাম বেড়ে যায়। দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম সহনীয় পর্যায়ে রাখতে বেশ কিছুদিন ধরেই হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করা হচ্ছে। তবে কাঁচাপণ্যের দাম নির্ভর করে আমদানির উপর, আমদানি কম হলে দাম বাড়বে আর আমদানি বাড়লে দাম কমবে।
তিনি বলেন, সম্প্রতি দেশের বাজারে বাড়তি চাহিদা ও ভালো দাম পাওয়ার কারণে কাঁচামরিচের আমদানি বাড়িয়েছিল আমদানিকারকরা। এতে করে দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ বাড়ায় পণ্যটির দাম কমতে শুরু করেছিল। তবে চাহিদা কমায় ও দাম কম পাওয়ায় এবং ভারতের বাজারেও বন্যার কারণে সরবরাহ কমায় ও দাম বৃদ্ধি পাওয়ায় আবারও আমদানির পরিমাণ কমিয়েছেন বন্দরের আমদানিকারকরা। যার কারণে আবারো পণ্যটির চাহিদার তুলনায় সরবরাহ কমায় দাম বাড়তে শুরু করেছে। বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ৭০ থেকে ১শ টন কাঁচামরিচ আমদানি হলেও গতকাল বন্দর দিয়ে ১০ট্রাকে মাত্র ৩২টন কাঁচামরিচ আমদানি হয়েছে।