অনিরাপদ অবস্থায় বালু প‌রিবহ‌নের দায়ে ৬ ট্রাক্টর আটক

অনিরাপদ অবস্থায় বালু প‌রিবহ‌নের দায়ে আটক ট্রাক্টর কু‌ড়িগ্রাম শহ‌রের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যস্ততম সময়ে অনিরাপদ অবস্থায় বালু পরিবহনের দা‌য়ে ছয়টি ট্রাক্টর আটক ক‌রে‌ছে ট্রাফিক পু‌লিশ। সোমবার (১৬ ন‌ভেম্বর) দুপু‌রে জেলা শহ‌রের গুরুত্বপূর্ণ প‌য়েন্টগু‌লো‌তে অভিযান চা‌লি‌য়ে এসব যান আটক ক‌রা হয়। পু‌লিশ সুপার (এস‌পি) ম‌হিবুল ইসলাম খান এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

জেলা পুলি‌শের ট্রা‌ফিক বিভাগ জানায়, শহ‌রের ভেতর দিয়ে বেপরোয়াভা‌বে চলাচলকারী পণ‌্যবাহী যানবাহনগুলো আটক করা হয়। বিশেষত, বারবার সতর্ক করার পরও তারা উন্মুক্ত অবস্থায় বালু পরিবহন করতো। এতে তাদের গাড়ির পেছনে থাকা ব্যক্তি ও অন্য যানবাহন চালকদের চোখে-মুখে বালু উড়ে পড়তো। এতে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। অনাকঙ্ক্ষিত ঘটনা এড়া‌তে এসব যান আটক করা হ‌য়ে‌ছে। 

এস‌পি ম‌হিবুল ইসলাম খান জানান, বারবার অনু‌রোধের পরও নি‌র্দেশনা অমান‌্যকারী এসব প‌রিবহনের বিরু‌দ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, কু‌ড়িগ্রাম শহরসহ পু‌রো জেলায় সড়কগু‌লো‌তে অবৈধ ট্রাক্ট‌রে পণ‌্য প‌রিবহনের কারণে সড়‌কে চলাচলকারীরা অতিষ্ঠ হ‌য়ে প‌ড়ে‌ছেন। বিশেষ করে সুরক্ষা ব‌্যবস্থা ছাড়া বালু প‌রিবহনের ফ‌লে জেলায় বায়ুদূষ‌ণের হার বে‌ড়ে চ‌লেছে। চলার সময় এসব গা‌ড়ি থে‌কে বালু পথচা‌রীসহ চালক‌দের চোখ ও শরী‌রে প‌ড়ে সমস্যা সৃ‌ষ্টি কর‌ছে।