কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছেআসন্ন কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আওয়ামী লীগ ও বিএনপিসহ মেয়র পদে মোট ছয়টি মনোনয়নপত্র জমা পড়েছে। এছাড়া ৯টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৫১টি ও তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) জেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর আলম এসব তথ্য জানান।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, মেয়র পদের প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো. কাজিউল ইসলাম, বিএনপির মো. শফিকুল ইসলাম (বেবু) এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. আব্দুল মজিদ। এছাড়া জেলা বিএনপির সহ-সভাপতি মো. আবু বকর সিদ্দিক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মোস্তাফিজার রহমান ও সাইদুল হাসান দুলাল (উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ) মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছেএদিকে পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৫১ জন ও তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র গ্রহণ করা হয়।

আগামী ৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী কুড়িগ্রাম পৌরসভায় মোট ৫৬ হাজার ৩৯৭ ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার ২৯ হাজার ৫০ জন এবং পুরুষ ভোটার ২৭ হাজার ৩৪৭ জন। মোট ২৪টি কেন্দ্রে এবারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।