কার্গো ট্রাক থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার

গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী

র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল রংপুর জেলার কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের গদাধর মিরবাগ এলাকার মেসার্স মেনাজ উদ্দিন ফিলিং স্টেশনের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ একটি কার্গো ট্রাক আটক করেছে। গ্রেফতার করেছে দুই মাদক ব্যবসায়ীকে। রংপুর র‌্যাব ১৩ মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো, আমির হামজা সজীব ও সাহানুর। 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা  লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন বুড়িমারী স্থলবন্দর থেকে পাথর বোঝাই করে পথিমধ্যে হাতিবান্ধা থানা এলাকা হতে উক্ত মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে বিক্রি করতে কার্গো ট্রাকের ডালার মধ্যে বোঝাইকৃত ভাঙা পাথরের ওপর ত্রিপল দিয়ে ঢেকে পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকায় বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিল। 
র‌্যাব ১৩ রংপুর এর অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান জা,নান গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।