কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচিত নৌকার প্রার্থী কাজিউল

কাজিউল ইসলামকুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী কাজিউল ইসলাম জয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২০ হাজার ৫৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী আবু বকর সিদ্দিক নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২৬৪ ভোট।

পৌরসভার ২৪টি ভোটকেন্দ্রে ভোট পড়েছে ৩৬ হাজার ৮৯৬; যা মোট ভোটের ৬৬ ভাগ। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অন্য প্রার্থীদের মধ্যে বিএনপির প্রার্থী সফিকুল ইসলাম বেবু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৬৫ ভোট। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আব্দুল মজিদ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সাইদুল হাসান দুলাল জগ প্রতীকে পেয়েছেন এক হাজার ৮১২ ভোট।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারে পৌর নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী কুড়িগ্রাম পৌরসভায় মোট ৫৬ হাজার ৩৯৭ ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার ২৯ হাজার ৫০ জন এবং পুরুষ ভোটার ২৭ হাজার ৩৪৭ জন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিকে বেসরকারিভাবে ফল ঘোষণার পর আওয়ামী লীগ প্রার্থী কাজিউল ইসলাম জেলার দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় তার সঙ্গে পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলামসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।