পঞ্চগড়ে করোনার ভ্যাকসিন পৌঁছেছে ২ হাজার ৪শ’ ভায়াল

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মোকাবিলায় পঞ্চগড়ে ২ হাজার ৪শ’ ভায়াল করোনা ভ্যাকসিন পৌঁছেছে। রবিবার (৩১ জানুয়ারি) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ফ্রিজাপ কাভারভ্যানে এসব ভ্যাকসিন পঞ্চগড় সিভিল সার্জন অফিসে এসে পৌঁছে।

এসময় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এসব ভ্যাকসিন গ্রহণ করেন।

সিভিল সার্জন জানান, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পঞ্চগড় জেলায় ভ্যাকসিন দেওয়া শুরু হবে। দুয়েকদিনের মধ্যে এসব ভ্যাকসিন প্রত্যেক উপজেলায় পাঠানো হবে। প্রতি ভায়ালে ৯ জনকে ভ্যাকসিন দেওয়া যাবে। এ হিসেবে পঞ্চগড় জেলায় প্রথম দফায় ২১ হাজার ৬শ’ জনকে ভ্যাকসিন দেওয়া হবে।