ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

দিনাজপুরে বিপরিত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা-মেয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় দিনাজপুর-দশমাইল মহাসড়কের সদর উপজেলার নয়নপুর আনসার ভিডিপি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত অটোরিকশা যাত্রী দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের শিল্পী আক্তার (৩২) এবং তার মেয়ে তাজনিয়া (৩)।
এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশা চালক শহরের রাজবাড়ী সবজী বাগানের বাসিন্দা তরিকুল ইসলাম (৪৫) ।

কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, দিনাজপুর সুইহারী থেকে অটোরিকশায় স্বামীর বাড়ি মহারাজপুর যাচ্ছিলেন শিল্পী। এই সময় আনসার-ভিডিপি অফিসের সামনে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশু তাজনিয়া নিহত হয়। স্থানীয়রা গুরুতর আহত শিল্পী আক্তার ও তরিকুলকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিল্পী আক্তারকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে যায়। এই ঘটনায় কোতয়ালী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।