হাত ছেড়ে মোটরসাইকেল চালানোর চেষ্টা, নিহত ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত ছেড়ে দিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইল ফলকের সঙ্গে ধাক্কা খেয়ে তিন যুবক নিহত হয়েছেন। এরমধ্যে ঘটনাস্থলেই দুই জন ও হাসপাতালের নেওয়ার পর একজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজাহার ইউনিয়নের পানিতলা বাজারের বটগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুমন মিয়া (১৭), আবদুল্লাহ (১৮) ও শাকিল মিয়া (২০)। সুমন মিয়া বগুড়ার শিবগঞ্জের সোবানপুর গ্রামের মোজাফর আলী ছেলে, আবদুল্লাহ দাড়িদহ কুপা গ্রামের শাহাজাহান আলীর ছেলে ও শাকিল মিয়া একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, তিন যুবক একই মোটরসাইকেলে করে রাজাবিরাট সড়ক দিয়ে শিবগঞ্জের দিকে যাচ্ছিলেন। রাস্তা ফাঁকা থাকায় চালক হাত ছেড়ে দিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলো। দ্রুত গতির মোটরসাইকেলটি পানিতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। সড়কের মাইল ফলকের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খেলে তিন যুবক ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলেই দুই জন ও অপরজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন। তিনি বলেন, হাত ছেড়ে বাইক চালাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে প্রাণহাণির ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।