দুই প্রার্থীর সমর্থকদের হাতাহাতিতে ১ জন নিহতের অভিযোগ

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে তর্কের একপর্যায়ে হাতাহাতির ঘটনায় ছোটন অধিকারী (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১টার দিকে পৌরসভার মহিলা কলেজ কেন্দ্রের অদূরে এ ঘটনা ঘটে। তিনি ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলামের (ব্রিজ) সমর্থক বলে জানান এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভোটকেন্দ্রের বাইরে কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলামের সমর্থক ছোটন অধিকারীর সঙ্গে অপর কাউন্সিলর প্রার্থী সাদেকুজ্জামান দিনার (উট পাখি) ও আখতার হোসেন ফেকুর (পাঞ্জাবী) সমর্থকদের তর্কের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ছোটন অধিকারী অসুস্থ হলে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা করেন।

ছোটনকে পিটিয়ে হত্যার অভিযোগ করে কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বলেন, ‘উট পাখি এবং পাঞ্জাবির সমর্থকরা আমার সমর্থক ছোটনকে পিটিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় আজম আলী সরকার (৪৫) ও সবুজ হোসেন (৩০) নামে আমার অপর দুই কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।’

অপরদিকে কাউন্সিলর প্রার্থী সাদেকুজ্জামান দিনার ও আখতার হোসেন ফেকু অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ‘ছোটন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমাদের জানামতে তিনি উচ্চ রক্তচাপের রোগী ছিলেন।’

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাশেদুজ্জামান বলেন, ‘৫২ বছর বয়সী ছোটন অধিকারীকে মৃত অবস্থায় তার স্বজনরা হাসপাতালে এনেছেন।’

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান বলেন, ‘কোনও কেন্দ্রে কোনও ধরনের সহিংসতার খবর আমার কাছে নেই। ছোটন অধিকারীর মৃত্যুর বিষয়ে থানায় এ পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেননি।’