ট্রাক্টরের চাপায় শিশু নিহত

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের পাইপ পরিবহনে নিয়োজিত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মো. তানভীর নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ মার্চ) সকালে জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মধ্য যতনপুকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 নিহত তানভীরের বাড়ি সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মধ্য যতনপুকুরী গ্রামে। সে ওই গ্রামের কৃষি শ্রমিক তাহেরুল ইসলামের ছেলে।

পুলিশ ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।

সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওরঙ্গজেব জানান, মধ্য যতনপুখুরী গ্রামের তাহেরুলের বাড়ির সামনে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের পাইপ বোঝাই একটি ট্রাক্টর দাঁড়ানো ছিল। ট্রাক্টরের ভেতরে ওই শিশুটি খেলছিল। ট্রাক্টর চালক স্টার্ট দেওয়ার সময় শিশুটিকে লক্ষ্য করেনি। চালক ট্রাক্টর চালু করে যাওয়ার সময় শিশুটি ট্রাক্টরের চাপায় নিহত হয়। এ ঘটনায় এলাকাবাসীর চিৎকারে ট্রাক্টর চালক ও হেলপার ট্রাক্টর ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান ও পঞ্চগড় থানার উপ-পরিদর্শক কাইয়ুম আলীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে যান।

পঞ্চগড় থানার উপ-পরিদর্শক কাইয়ুম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।