বোচাগঞ্জে আগুনে পুড়লো ১৯ ঘর

দিনাজপুরের বোচাগঞ্জে আগুনে ৮টি পরিবারের ১৯টি ঘর পুড়ে গেছে। এতে গরু-ছাগলসহ যাবতীয় আসবাবপত্র ও কাপড়-চোপড় পুড়ে ছাই হয়ে গেছে। এসব পরিবারের লোকজন এখন খোলা আকাশের নিচে বাস করছেন। বৃহস্পতিবার (মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের বারেয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সেতাবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা রতন আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাতে ওই এলাকায় আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে পাশের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আমাদের সঙ্গে যোগ দেয়। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ৮টি পরিবারের ১৯টি ঘর পুড়ে যায়। এতে এসব পরিবারের ৪টি গরু, ৬টি ছাগল, আসবাবপত্র ও কাপড়-চোপড় পুড়ে যায়। ধারণা করা হচ্ছে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।’

স্থানীয় ইশানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উৎপল রায় বুলু বলেন, ‘শুক্রবার মধ্যরাতে বারেয়া গ্রামে অগ্নিকাণ্ডে ৮টি পরিবারের ১৯টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ওই এলাকায় গিয়ে সবার সকালের খাবারের ব্যবস্থা করা হয়েছে।’

এ বিষয়ে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল বলেন, ‘আগুনে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সরকারি সহায়তার ২ বান্ডিল করে টিন, ৬ হাজার টাকা, ৩০ কেজি চালসহ শাড়ি-লুঙ্গি ও কম্বল প্রদান করা হয়েছে।’