মাস্ক ছাড়া চলাচল করায় তিন পথচারীকে জরিমানা

দিনাজপুরের হিলিতে করোনাভাইরাসের সংক্রামণ রোধে মাস্ক ছাড়া চলাচল করায় তিন পথচারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় হিলি বাজারে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম এই জরিমানা করেন।

মোহাম্মদ নূর-এ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশে নতুন করে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। প্রতিদিনই করোনা আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে। এমন অবস্থায় হিলিতে করোনার সংক্রামণ রোধে জনসাধারণকে মাস্ক পরতে বাধ্য করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আজ মাস্ক ছাড়া চলাচল করায় তিন পথচারীকে প্রথম পর্যায়ে একশ’ টাকা করে সর্বমোট তিনশ’ টাকা জরিমানা করা হয়েছে।’ মানুষকে সচেতন করায় জরিমানা করার মূল উদ্দেশ্য বলেও জানান তিনি।