অফিসের তালা ভেঙে ব্যবসায়ীর সাড়ে ৪ লাখ টাকা চুরি

দিনাজপুরের হিলিতে শুক্রবার (৯ এপ্রিল) জুমার নামাজের সময় জাহিদুল ইসলাম নামের এক পোল্ট্রি ফিড ব্যবসায়ীর অফিসের তালা ভেঙে ড্রয়ার থেকে সাড়ে ৪ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ সময় কেউ যেন বাড়ির বাইরে বের হতে না পারে সে জন্য মূল গেটে তালা মেরে দেয় দুর্বৃত্তরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত।

ব্যবসায়ী জাহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাড়ে ৪ লাখ টাকা অফিসের ক্যাশবাক্সে রেখে তালাবদ্ধ করে দুপুর সোয়া ১টার দিকে জুমার নামাজ পড়তে যায় স্থানীয় মাদ্রাসার মসজিদে। এসে দেখি তালা ভাঙা। ক্যাশবাক্সে টাকা নেই। এত বড় ক্ষতি আমার কে করলো?’

হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তার ব্যবসা প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতাভুক্ত এবং পাশের বাড়িটিও সিসি ক্যামেরার আওতায়। কিন্তু আজ শুক্রবার জুমার দিন, এর ওপর সকাল থেকে বিদ্যুৎ নেই। এ কারণে সিসি ক্যামেরা থাকলেও ক্যামেরা চালু না থাকায় চুরির দৃশ্য ধরা পড়েনি। এটা করতে পারলে চোর আটক ও টাকা উদ্ধার সহজ হতো।’

হাকিমপুর থানার খারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে। তদন্ত সাপেক্ষে  জড়িতদের আটক ও চুরি যাওয়া টাকা উদ্ধারের চেষ্টা করা হবে।