নেসকোর ভুলে প্রাণ গেলো শিক্ষানবিশ বিদ্যুৎ শ্রমিকের

পঞ্চগড়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) ভুলে মুসা (২৬) নামে এক শিক্ষানবিশ বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১ মে) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের দেওয়ানহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুসার বাড়ি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মুন্সিরহাট এলাকায়। সে ওই এলাকার জমিরের ছেলে।

জানা গেছে, পঞ্চগড় নেসকোর অধীনে পঞ্চগড়-জগদল ও পঞ্চগড়-ভজনপুর ফিডারের ঝড়ে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ চলছিল। পঞ্চগড়-ভজনপুর ফিডারের বিদ্যুৎ লাইনের মেরামতের কাজ সম্পন্ন হলে নেসকোর কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত সুইচবোর্ড অপারেটর (এসবিও) মাহবুব ও নিশাদকে পঞ্চগড়-ভজনপুর ফিডারের লাইন চালু করার জন্য নির্দেশ দেওয়া হয়।

দায়িত্বপ্রাপ্ত এসবিও ভুল করে পঞ্চগড়-জগদল ফিডারের লাইনটি চালু করে। পঞ্চগড়-জগদল ফিডারের পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের দেওয়ানহাট এলাকায় লাইনম্যান মোশারফ ও জনির অধীনে শিক্ষানবিশ বিদ্যুৎ শ্রমিক মুসা এসময় ১১ হাজার কেভি বিদ্যুৎ লাইনে কাজ করছিলেন। বিদ্যুৎ সংযোগ চালু হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে তাৎক্ষণিক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে নেসকো পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আতিফুর রহমানের মোবাইলফোন ও ল্যান্ডফোনে একাধিকবার কল করেও কথা বলা সম্ভব হয়নি। নেসকোর কন্ট্রোল রুমের সুইসবোর্ড অপারেটর নিত্যানন্দ বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও কীভাবে ঘটনাটি ঘটেছে তিনি তা জানাতে পারেননি।

পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাছ আহম্মেদ বিদুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশের সুরতাহাল রিপোর্ট করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।