করোনায় দিনাজপুরে আরও ৪ জনের মৃত্যু

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১৫ জনে।

রবিবার (২ মে) দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।


সিভিল সার্জন কার্যালয় থেকে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যে ৪ জনের মৃত্যু হয়েছে তারা সকলেই দিনাজপুর সদর উপজেলার বাসিন্দা ছিলেন।

করোনায় আক্রান্ত হয়ে নিহতরা হলেন সদর উপজেলার মুসা চৌধুরী (৫৮), হারিসুল ইসলাম (৩০), খলিলুর রহমান (১০১) এবং ওয়াহেদ আলী (৫৬)।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১৪০টি নমুনা পরীক্ষা হয়েছে যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২০ জনের। মোট শনাক্তের হার ১৪.২৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪১৩ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ১৮ জন। বর্তমানে রোগী রয়েছেন ২৮০ জন এর মধ্যে হাসপাতালে ৩৮ জন এবং হোম আইসোলেশনে ২৪২ জন।
দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বলেন, করোনা মহামারি থেকে নিজেকে মুক্ত রাখতে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনও বিকল্প নেই।