স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম কমলো আড়াই ঘণ্টা

ভারতে করোনা মহামারি আকারে দেখা দেওয়ায়   ও করোনার ভারতীয় ধরনটি শক্তিশালী হওয়ায় এর প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যে। দেশে এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভারতের সঙ্গে সীমান্ত বাণিজ্যের সময় আড়াই ঘণ্টা কমানো হয়েছে। দিনাজপুরের হিলি স্থলবন্দর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া সম্ভব হয়েছে।

বন্দর সূত্রটি আরও নিশ্চিত করেছেন, ভারত থেকে পণ্য নিয়ে আসা চালকদের বাংলাদেশে যাতে কোনোভাবেই থাকতে না হয় সেজন্য পণ্য খালাস করা হচ্ছে একদিনে। ট্রাকের চালক ও সহকারীরা ট্রাকেই থাকছেন এবং পণ্য নামানোর সঙ্গে সঙ্গেই তাদের ফেরত পাঠানো হচ্ছে।

রবিবার থেকে এই সময়সীমা কার্যকর করা হয়েছে। যদিও গত ২৯ এপ্রিল থেকে বিষয়টি বন্দরের আমদানি রফতানিকারক সিআ্যন্ডএফ এজেন্ট, কাস্টমস বন্দর কতৃপক্ষকে অবহিত করা হয়েছিল।

বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি ভারতে করোনা মহামারি আকারে দেখা দিয়েছে, বিশেষ করে পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গে তা আরও ভয়াবহ অবস্থা। এমন অবস্থায় যৌথ সিদ্ধান্তে বন্দরের আমদানি রফতানি কার্যক্রমের সময় কমানো  হয়েছে। এখন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পণ্য খালাস করা হবে ও ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত পণ্য খালাস করা ভারতীয় ট্রাকচালকদের ভারতে পাঠানো হবে। এছাড়াও সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত খালি ট্রাকগুলো পাঠিয়ে দেওয়া হবে।

হিলি স্থল শুল্কস্টেশনের উপ কমিশনার সাইদুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম পরিচালিত হচ্ছে। সম্প্রতি বন্দর কতৃপক্ষ নির্দেশনা দিয়েছেন ভারতীয় কোন ট্রাক চালক বন্দরে অবস্থান করতে পারবেননা ট্রাক থেকে নামতে পারবেনা। সে নির্দেশনা মোতাবেক বন্দরের আমদানি রফতানি কার্যক্রম সময় কমিয়ে বাঁকি সময়ে পণ্য খালাস করা ট্রাকগুলোকে ফেরত পাঠানো হচ্ছে।