চাকলাহাট সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেফতার

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট সীমান্ত এলাকা থেকে শম্ভু ভূঁইয়া (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৯ মে) চাকলাহাট ইউনিয়নের কহরুহাট বাজার থেকে শিংরোড বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে। রাতেই তাকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়। তার বাড়ি ভারতের হাজারিবাগ জেলার চাতলা থানার গৌরবপুর গামে। সে ওই গ্রামের চন্দন ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও বিজিবি জানায়, চাকলাহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে কহরুহাট বাজার থেকে পঞ্চগড়ের দিকে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে শিংরোড বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তিনি ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। পরে তাকে পঞ্চগড় সদর থানায় সোপর্দ করে। এ ঘটনায় বিজিবির শিংরোড কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আজিজুর রহমান বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমেদ জানান, তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।