X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ঢাকায় বিশাল জমায়েত করে সরকার কাছ থেকে প্রাপ্য বুঝে নেওয়া হবে: নাহিদ ইসলাম

দিনাজপুর প্রতিনিধি 
০৫ জুলাই ২০২৫, ০৬:২৮আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৬:২৮

আগামী ৩ আগস্ট ঢাকায় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র দাবিতে আবারও গত বছরের মতো বিশাল জমায়েত করে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে প্রাপ্য বুঝে নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, ‘আগামীর বাংলাদেশ তরুণদের হাতেই হবে, জাতীয় নাগরিক পার্টির হাতেই হবে।’

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ‘স্বৈরাচারী , ফ্যাসিস্ট সরকারের কাঠামোকে রেখে দেওয়ার চেষ্টা করছে। সেই আগের সিন্ডিকেট, দুর্নীতিবাজ, লুটেরাদের সেফ করার চেষ্টা করা হচ্ছে। জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা হচ্ছে। বলা হচ্ছে, জুলাই ঘোষণাপত্রের কোনও সাংবিধানিক ভিত্তি থাকবে না। জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। এই জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, যারা শহীদ হয়েছে- তাদের মর্যাদা, তাদের স্বীকৃতি, যারা আহত হয়েছে তাদের সবার রাজনৈতিক নিরাপত্তার কথা থাকতে হবে এই জুলাই ঘোষণাপত্র ও বাংলাদেশের নতুন সংবিধানে।’

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এক সমাবেশে তিনি এ কথা বলেন। এই সমাবেশে বক্তব্য রাখেন- দলটির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ডা. আব্দুল আহাদ প্রমুখ। এ সময় দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব ও আবু সাঈদ লিয়ন, উত্তরাঞ্চলের সংগঠক নাজমুল হাসান সোহাগ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মোহাম্মদ আতাউল্লাহ, সদস্য ফিহাদুর রহমান দিবস প্রমুখ উপস্থিত ছিলেন। 

এর আগে সন্ধ্যা ৬টায় দিনাজপুর গোর-এ শহীদ ময়দান থেকে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের সমর্থন পেতে এনসিপির পদযাত্রা কর্মসূচি শুরু হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে দেশ গড়তে এই পদযাত্রা। এক বছরে আমাদের স্বপ্ন ছিল অনেক, আশা ছিল অনেক। ২০২৪ সালে একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, কিন্তু একটি নতুন বাংলাদেশ, বাংলাদেশকে বিনির্মাণ করা সম্ভব হয়নি।’

/এফআর/
সম্পর্কিত
‘সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে কেউ অনৈক্য করতে চাইলে মোকাবিলা করা হবে’
ফ্যাসিস্ট হটানোর পরে দেশে আবার সন্ত্রাস-চাঁদাবাজি শুরু হয়েছে: নাহিদ ইসলাম
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
পদ্মা নদীতে ট্রলার-স্পিডবোট সংঘর্ষে একজন নিখোঁজ
পদ্মা নদীতে ট্রলার-স্পিডবোট সংঘর্ষে একজন নিখোঁজ
আলোচিত বিগ বিউটিফুল বিলে সই করলেন ট্রাম্প
আলোচিত বিগ বিউটিফুল বিলে সই করলেন ট্রাম্প
জুলাই আন্দোলনের তরুণরা যখন জাতীয় রাজনীতিতে
আন্দোলন থেকে রাজনৈতিক দলজুলাই আন্দোলনের তরুণরা যখন জাতীয় রাজনীতিতে
শুল্ক-কর জমা এখন অনলাইনে: চালু হলো ‘এ-চালান’ সেবা
শুল্ক-কর জমা এখন অনলাইনে: চালু হলো ‘এ-চালান’ সেবা
সর্বাধিক পঠিত
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা