X
বুধবার, ১৬ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২

ঢাকায় বিশাল জমায়েত করে সরকার কাছ থেকে প্রাপ্য বুঝে নেওয়া হবে: নাহিদ ইসলাম

দিনাজপুর প্রতিনিধি 
০৫ জুলাই ২০২৫, ০৬:২৮আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৬:৫৭

আগামী ৩ আগস্ট ঢাকায় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র দাবিতে আবারও গত বছরের মতো বিশাল জমায়েত করে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে প্রাপ্য বুঝে নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, ‘আগামীর বাংলাদেশ তরুণদের হাতেই হবে, জাতীয় নাগরিক পার্টির হাতেই হবে।’

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ‘স্বৈরাচারী , ফ্যাসিস্ট সরকারের কাঠামোকে রেখে দেওয়ার চেষ্টা করছে। সেই আগের সিন্ডিকেট, দুর্নীতিবাজ, লুটেরাদের সেফ করার চেষ্টা করা হচ্ছে। জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা হচ্ছে। বলা হচ্ছে, জুলাই ঘোষণাপত্রের কোনও সাংবিধানিক ভিত্তি থাকবে না। জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। এই জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, যারা শহীদ হয়েছে- তাদের মর্যাদা, তাদের স্বীকৃতি, যারা আহত হয়েছে তাদের সবার রাজনৈতিক নিরাপত্তার কথা থাকতে হবে এই জুলাই ঘোষণাপত্র ও বাংলাদেশের নতুন সংবিধানে।’

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এক সমাবেশে তিনি এ কথা বলেন। এই সমাবেশে বক্তব্য রাখেন- দলটির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ডা. আব্দুল আহাদ প্রমুখ। এ সময় দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব ও আবু সাঈদ লিয়ন, উত্তরাঞ্চলের সংগঠক নাজমুল হাসান সোহাগ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মোহাম্মদ আতাউল্লাহ, সদস্য ফিহাদুর রহমান দিবস প্রমুখ উপস্থিত ছিলেন। 

এর আগে সন্ধ্যা ৬টায় দিনাজপুর গোর-এ শহীদ ময়দান থেকে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের সমর্থন পেতে এনসিপির পদযাত্রা কর্মসূচি শুরু হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে দেশ গড়তে এই পদযাত্রা। এক বছরে আমাদের স্বপ্ন ছিল অনেক, আশা ছিল অনেক। ২০২৪ সালে একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, কিন্তু একটি নতুন বাংলাদেশ, বাংলাদেশকে বিনির্মাণ করা সম্ভব হয়নি।’

/এফআর/
সম্পর্কিত
এনসিপির সমাবেশে হামলায় জামায়াতের নিন্দা
গোপালগঞ্জে শান্তিপূর্ণ সমাবেশে বাধা মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন: অন্তর্বর্তী সরকার
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাতে ঢাকায় এনসিপির মশাল মিছিল
সর্বশেষ খবর
দুই স্বাদে টমেটো ভর্তা 
দুই স্বাদে টমেটো ভর্তা 
শত্রু মোকাবেলায় শহরুখ-সুহানার প্রস্তুতি
শত্রু মোকাবেলায় শহরুখ-সুহানার প্রস্তুতি
এনসিপির সমাবেশে হামলায় জামায়াতের নিন্দা
এনসিপির সমাবেশে হামলায় জামায়াতের নিন্দা
গোপালগঞ্জে শান্তিপূর্ণ সমাবেশে বাধা মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন: অন্তর্বর্তী সরকার
গোপালগঞ্জে শান্তিপূর্ণ সমাবেশে বাধা মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন: অন্তর্বর্তী সরকার
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে একসঙ্গে পাঁচ দলের বিক্ষোভ ও সমাবেশ
গোপালগঞ্জে একসঙ্গে পাঁচ দলের বিক্ষোভ ও সমাবেশ
পুলিশ সুপারের কার্যালয়ে ‘আশ্রয় নিয়েছেন’ এনসিপি নেতারা
পুলিশ সুপারের কার্যালয়ে ‘আশ্রয় নিয়েছেন’ এনসিপি নেতারা
র‍্যান্ডম পদ্ধতিতে ১৫ হাজারের বেশি আয়কর রিটার্ন অডিটে নির্বাচন করেছে এনবিআর
র‍্যান্ডম পদ্ধতিতে ১৫ হাজারের বেশি আয়কর রিটার্ন অডিটে নির্বাচন করেছে এনবিআর
৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও প্রাথমিক বাছাইয়ে বাদ পড়লো এনসিপি
৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও প্রাথমিক বাছাইয়ে বাদ পড়লো এনসিপি
এমপিও জালিয়াতির অভিযোগে আইডিয়ালের সহকারী প্রধান শিক্ষক বরখাস্ত
এমপিও জালিয়াতির অভিযোগে আইডিয়ালের সহকারী প্রধান শিক্ষক বরখাস্ত