চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বিউটি বেগম

ভারতে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালে চিকিৎধীন থাকা অবস্থায় মারা যাওয়া বিউটি বেগম (৪৯) নামের এক বাংলাদেশি নারীর মরদেহ হস্তান্তর করেছে ভারতের অভিবাসন পুলিশ। সোমবার (৭ জুন) বিকালে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ভারতের হিলি অভিবাসন পুলিশের ওসি শিপ্রা রায় মরদেহটি বুঝিয়ে দেন।

বিউটি বেগম দিনাজপুরের ঘোড়াঘাটের এসকে বাজার এলাকার মতিউর রহমানের স্ত্রী।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি সেকেন্দার আলী বাংলা ট্রিবিউনকে জানান, প্রক্রিয়া শেষে ভারতের হিলি অভিবাসন পুলিশ কর্তৃপক্ষ ওই নারীর মরদেহ আমাদের কাছে হস্তান্তর করে। এরপর আমরা ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।

গত বছরের ২৪ ডিসেম্বর ব্লাড ক্যানসারের উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই যান বিউটি বেগম। সেখানে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় গত ৪ জুন মারা যান তিনি।